ফুলের জলসা

সম্পাদক ভাইয়ার চিঠি

     প্রিয় কচি-কাঁচা ও নবীন বন্ধুরা!
     কেমন কাটছে তোমাদের স্বপ্ন আঁকার সোনালী দিনগুলি? কেমন চলছে তোমাদের সাহিত্য চর্চা? নিয়মিত রোযনামচা লিখছো তো? আমি কিন্তু রোযনামচা লেখার সুযোগ ...। কারণ, লিখতে বসলেই মশারা আমার কলম নিয়ে টানাটানি শুরু করে; খামচে ধরে হাত খানি। যদি মশাদের বলি, ‘তবে তো তোমরা লিখো।’ তখন তারা নিজ নিজ পাখায় ভর দিয়ে নাচতে আর গাইতে শুরু করে। বিদ্যুতের ওয়াক আউট যন্ত্রণা তো আছেই। যত্তসব!
     একটা ভালো খবর আছে। তোমরা কিন্তু ‘মশা সাহিত্য’ আর ‘বিদ্যুৎ সাহিত্য’ নিয়ে অনুশীলন করে খুব সহজেই কলম সৈনিক হওয়ার পথে অগ্রসর হতে পারো।
     এক কাজ করো। মশারীর ভেতর বসে যাও। তারপর লিখতে শুরু করো, মশারীর ভেতর তোমার বন্দি হওয়ার করুণ কাহিনী। সারা দিন কয়টি মশা বা মশার চুমু (কামড়) খেয়েছো? মেরেছো কয়টি? মশার রক্তে হাতে মেহেদী মেখেছো? মশা মারতে গিয়ে নিজের গায়ে নিজেই কত বার থাপ্পর মেরেছো? বিদ্যুৎ গিয়েছে কত বার? বিদ্যুৎ যায়! না আসে? ইত্যাদি... ... ...

------------------------------------------------------------------------
তোমাদের লেখা

স্বপ্ন পূরণ  :    মুহাম্মদুল্লাহ্                                               আমিনার কোলে  :  আমিনা

তায়েফের পল্লীতে  :   রাইহানা                                        রাজকুমার ও ভিখারীর ছেলে  :  তানযীলা





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন