সু‘য়াল-জাওয়াব

আপনার প্রশ্নের জবাব
মুফতী ইসমাঈল

৪। যানিয়া মহিলার মেয়েকে বিবাহ
     মুহা. আব্দুল ওয়াদুদ, প্রতাপপুর, কুমিল্লা।
প্রশ্নঃ কোন এক যুবক শয়তানের ধোকায় পড়ে এক মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করেছে। কিছুদিন পর ওই মেয়ের মায়ের সঙ্গেও অপকর্ম করেছে। এ অবস্থায় ওই মহিলার মেয়ের সঙ্গে তার বিবাহ জায়িজ হবে কি? যদি চাপের মুখে সে ঐ মেয়েকে বিবাহ করে ফেলে, তাহলে কি ঐ যুবক আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করলে মাফ পাবে?
উত্তরঃ প্রশ্নে উল্লেখিত বর্ণনা অনুযায়ী উক্ত ব্যভিচারিণী মেয়ে বা তার মা কারো সাথেই ঐ ব্যভিচারী পুরুষের বিবাহ সহীহ হবে না; সম্পূর্ণ হারাম হবে। কোন চাপের কারণে এ মেয়েকে বা তার মাকে বিবাহ করলে সেটা কোন বিবাহ বলে গণ্য হবে না। কেননা তারা তার আপন মা বা মেয়ের মত হারাম হয়ে গেছে। তাদের কারো সাথে তার জীবনে কোনদিন বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে পারবে না। বাহ্যিক বিবাহ অনুষ্ঠান হলেও বাস্তবে তা কোন বিবাহ বলে গণ্য হবে না। এ অবস্থায় সহবাস হলে তা যিনা হবে এবং সন্তান হলে জারজ সন্তান বলে গণ্য হবে।
     চাপের মুখে বিবাহ করে থাকলে তার থেকে পৃথক হয়ে যেতে হবে এবং কৃত গুনাহের জন্য অনুতপ্ত হয়ে তওবা করতে হবে; তবেই আল্লাহ মাফ দিতে পারেন।
সূত্রঃ ফাতওয়া আলমগীরী ২৭১/১, ফাতওয়া দারুল উলুম ৩৫০/৭

৫। এক মসজিদের সম্পদ অন্য মসজিদে ব্যয় করা
     হা. দিদারুল ইসলাম, প্রতাপপুর, কুমিল্লা
প্রশ্নঃ আমাদের এলাকায় একটি মসজিদ প্রায় ৮০ বৎসর যাবৎ ওয়াক্ফকৃত জায়গায় আবাদ হয়ে আসছে। এরপর সেই মসজিদটি সরিয়ে ওয়াক্ফকৃত ঈদগাহ ময়দানে স্থানান্তরিত করা হয়েছে। পুরাতন মসজিদটি প্রায় ১০ বছর অনাবাদ থাকে। পরে কিছু সংখ্যক মুসল্লি উক্ত মসজিদটি আবাদ করে। পুরাতন মসজিদটির নামে ওয়াক্ফকৃত কিছু জমি আছে সেগুলি নতুন মসজিদ অর্থাৎ ঈদগাহ মসজিদের জন্য ব্যবহার করা হচ্ছে। পুরাতন মসজিদে দেয়া হচ্ছে না। এখন প্রশ্ন হলো, পুরাতন মসজিদের জমি নতুন মসজিদে ব্যবহার করা যাবে কি-না? না পুরাতন মসজিদেই ব্যবহার করতে হবে? শরীয়তের সিদ্ধান্ত জানতে চাই।
উত্তরঃ প্রশ্নে বর্ণিত পুরাতন মসজিদের নামে ওয়াক্ফকৃত জমি নতুন মসজিদের জন্য ব্যবহার করা বৈধ হবে না। তাই নতুন মসজিদ কমিটির কর্তব্য হলো, উক্ত জমি পুরাতন মসজিদের জন্য ছেড়ে দেয়া।
সূত্রঃ ফাতওয়া আলমগীরী ৪৪৭/২,   ৪৪৯/২ আদ্ দুররুল মুখতার ৩৬০/৪ ইমদাদুল মুফতীন-৭৬৮

৬। মসজিদের টাকা অন্যত্র খরচ করা
     হাফেজ ইউসুফ, দয়াপুর, কুমিল্লা।
প্রশ্নঃ মসজিদ তহবিলের টাকা থেকে ব্যক্তিগত কাজের জন্য ধার নেয়া অথবা মাদ্রাসা শিক্ষকের বেতন পরিশোধ করা জায়িয হবে কি-না?
উত্তরঃ মসজিদের সম্পদ মসজিদ সংশ্লিষ্ট কাজেই ব্যয় করতে হবে। ব্যক্তিগত ঋণ নেয়া বা মাদরাসা শিক্ষকের বেতন পরিশোধ করা জায়িয হবে না।
সূত্রঃ আদ দুররুল মুখতার ৪৭৫/৯, ফাতওয়া আলমগীরী ৪৭৮/২

৭। আকীকার হুকুম ও সময়
 মুহা. রেজাউল করীম, সাটিরপাড়া, নরসিংদী 
প্রশ্নঃ আকীকা করা সুন্নাত না ওয়াজিব? কত দিনের মধ্যে আকীকা করতে হয়? কুরবানীর জানোয়ারের সাথে আকীকা বা ওয়ালীমার অংশ একত্র হতে পারে কি? নবজাত সন্তান ভূমিষ্ট হওয়ার পর আর কি করণীয় আছে? জানতে চাই।
উত্তরঃ আকীকা করা সুন্নাত। উত্তম হলো, কারো ছেলে বা মেয়ে হলে ৭ম দিনে তার নাম রাখা ও আকীকা করা। আকীকা দ্বারা বিভিন্ন বালা মুসিবত দূর হয়ে যায় এবং বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। আকীকার পদ্ধতি হল, ছেলে হলে দুটি বকরী বা দুটি ভেড়া যবেহ করবে। বাচ্চার মাথার চুল মুন্ডাবে এবং সংগতি থাকলে চুলের সম পরিমাণ স্বর্ণ বা রৌপ্য দান করে দিবে।  ইচ্ছে করলে বাচ্চার মাথায় জাফরান লাগাবে। তবে মনে রাখতে হবে, কারো যদি আকীকা না হয়ে থাকে, সে বড় হয়ে নিজের আকীকা করতে পারবে। কুরবানীর উট, গরু বা মহিষের মধ্যে আকীকা বা ওয়ালীমার অংশ একত্রিত হতে পারে। তাতে শরীয়তের দৃষ্টিতে কোন অসুবিধা নেই। অবশ্য কুরবানীর জানোয়ারের মধ্যে শুধু গোশত খাওয়ার নিয়ত করা যাবে না।
সূত্রঃ তিরমিযী শরীফ ২৭৮/১, ফাতওয়া মাহমুদিয়া ২৯৬/৪,৩১৩/৪

৮। মাযূর ব্যক্তির অযুর হুকুম
নামবিহীন
প্রশ্নঃ এক ব্যক্তির নাকসীর (নাক দিয়ে সব সময় কম-বেশি রক্ত পড়ে)। তিনি ফজরের সময় অযু করে নামায আদায় করেছেন। সূর্যোদয়ের পর তিনি কি ওই অযু দিয়ে ইশরাক বা অন্য কোনও নামায আদায় করতে পারবেন?
উত্তরঃ না পারবেন না, নতুন অযু লাগবে। তবে সূর্যোদয়ের পর অযু করলে সেই অযু দিয়ে যোহর পড়তে পারবেন; অন্যান্য ইবাদত-বন্দেগীও করতে পারবেন। তবে আসরের সময় অযু করতে হবে। তবে হাঁ, অন্য কোন কারণে অযু ভেঙ্গে গেলে সবক্ষেত্রেই নতুন অযু করতে হবে।
সূত্রঃ বেহেশতী যিওর ৪১/১

৮। মশা-মাছির কামড়ে রক্তের হুকুম
নামবিহীন
প্রশ্নঃ জোঁক বা মশার কামড়ে যে রক্ত বের হয় এর হুকুম কি?
উত্তরঃ জোঁকে রক্ত চুষে নিলে জোঁকটিকে কাটলে যদি রক্ত প্রবাহিত হয় তবে অযু ভেঙে যাবে; অন্যথায় ভাঙবে না। আর মশা, মাছি বা ছারপোকা যে রক্ত চুষে নেয় এতে অযু ভাঙবে না।
সূত্রঃ বেহেশতী যিওর ৩৮/১
মাসআলা শিখি আমল করি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন