সম্পাদকীয়

শুকরিয়া জানাই আল্লাহর প্রতি

    আল হামদুলিল্লাহ! আল্লাহ তা‘আলার অশেষ অনুগ্রহে মাসিক হিকমাহ -এর অনলাইন সংস্করণ চালু হয়েছে। এর সুবাদে পৃথিবীর সকল বাংলা ভাষাভাষীদের জন্য উন্মোক্ত হলো আরেকটি দাওয়াত মাধ্যম। এই সংস্করণটি চালু করা হয়েছে blogspot  এর মাধ্যমে। পত্রিকার নিজস্ব ওয়েবসাইট খোলা পর্যন্ত অনলাইন পাঠকগণ http://www.monthlyhikmah.blogspot.com ঠিকানা ওপেন করলেই পড়তে পারবেন মাসিক হিকমাহ। এখন এর বাংলা ভার্সন অনলাইনে রয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের বাণী প্রচার এবং পত্রিকার উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে অনলাইনের পাঠকদের জন্য এর ইংরেজী ও আরবী ভার্সন চালু করার প্রচেষ্টায় রয়েছি।
        হিকমাহ এর প্রথম (প্রস্তুতিমূলক) সংখ্যার সংস্করণই একজন দেশ ও ইসলাম প্রিয় বোনের মাধ্যমে অনলাইনে চলে এসেছে। মূল সংখ্যায় যাওয়ার যাবতীয় কাজ সমাপ্ত হলে ইনশা-আল্লাহ আমরা নিজস্ব Website খুলবো এবং যথা সম্ভব তাড়াতাড়ি ইংরেজী ও আরবী ভার্সনও যুক্ত করবো। এজন্য সকলের কাছে আন্তরিক দু‘আ চাই। রাব্বুল ইয্যাহ্ যেন শামিলে হাল হন।
        আলহামদুলিল্লাহ! আমরা প্রথম সংখ্যাতেই যেভাবে সাড়া পেয়েছি এতে বুঝা যায় পাঠক ও লেখকের মিছিলে শামিল হতে চায় অসংখ্য প্রাণ। হিকমাহ পরিবারের পক্ষ হতে সকলের প্রতি আমি কৃতজ্ঞ। অনলাইন সংস্করণের সুবাদে অনেক অনলাইন পাঠকও ইতোমধ্যে ভালো রেসপন্স করেছেন। বিশেষ কৃতজ্ঞতা স্বীকার করছি যিনি স্বপ্রেরণায়, স্বতঃস্ফূর্তভাবে blogspot   টি তৈরী করেছেন ও এর উন্নতি কল্পে শ্রম দিচ্ছেন নিয়মিত। আর যারা এর বিন্যাস করণে অনেক শ্রম দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত; জনাব আব্দুর রহমান ও আহমাদ সাইফুল্লাহ রিফাত সাহেবদের প্রতি। আল্লাহ পাক সকলের মঙ্গল করুন।

আমীন! ছুম্মা আমীন!!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন